, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ব্রেকিং” মসজিদে হারাম ও নবী ছাড়া সৌদির সব মসজিদ বন্ধ ঘোষণা

প্রকাশ: ২০২০-০৩-১৭ ২৩:৪৫:১৪ || আপডেট: ২০২০-০৩-১৭ ২৩:৪৫:১৪

Spread the love

সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতিবেদন সহ সারা বিশ্ব জুড়ে করোনভাইরাস ছড়িয়ে পড়ার দ্রুত গতির কথা জানার পরে সিনিয়র ওলামা কমিশন জুমার নামাজের কার্য স্থগিতের নির্দেশ দিয়েছে। এবং দুটি পবিত্র মসজিদ ব্যতীত কিংডমে অন্যসব মসজিদে নামাজ স্থগিত করা হয়েছে ।

রাজধানী রিয়াদে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি ।

রিয়াদে আজ অনুষ্ঠিত ২৫ তম সাধারণ বৈঠকে ওলামা কমিশন জনগণের সুরক্ষার জন্য এই রোগের বিস্তার রোধে প্রায় সকল সরকারী ও বেসরকারী খাতের এজেন্সি কর্তৃক গৃহীত সতর্কতামূলক পদক্ষেপের প্রশংসা করেছে।

পবিত্র কুরআনের আয়াত এবং মহামারী ছড়িয়ে পড়ার ঘটনাবলীতে হযরত মোহাম্মদ (সাঃ) এর বক্তব্য উদ্ধৃত করে কমিশন বলেছে যে আজ থেকে পরবর্তী কোন বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত মসজিদগুলিতে নামাজ বা জামাত হবে না ।

নবী (সাঃ) এর আমলের একটি ঘটনার সুত্র ধরে সৌদি আরবের সর্বোচ্চ ওলাম কমিশন বলেছেন, মাইক্রোফোনে বা উচ্চ আহ্বানের মাধ্যমে প্রার্থনা (আযান) আহ্বান করাই যথেষ্ট হবে, শ্রোতাদের জন্য নিয়মিত আজান দেওয়া হবে ।
(ফাইল ছবি)

Logo-orginal