, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

রাঙ্গুনিয়ায় কর্মহীন হয়ে পড়া ৩২৭ শ্রমজীবি মানুষ পেল নিত্য পণ্যসামগ্রী

প্রকাশ: ২০২০-০৩-২৮ ২০:৩১:৪৯ || আপডেট: ২০২০-০৩-২৮ ২০:৩১:৪৯

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়াঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষদের মাঝে জরুরী পণ্যসামগ্রী দিয়েছে রাঙ্গুনিয়ার পৌরসভার ৪নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘাটচেক এলাকার কাউন্সিলর নজরুল ইসলাম।

শনিবার (২৮ মার্চ) দুপুরে তিনি ব্যক্তি উদ্যোগে দক্ষিণ ঘাটচেক এলাকার ৩২৭ পরিবারের মাঝে জরুরী নিত্য পণ্যসামগ্রী পৌছে দেন। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, আধা কেজি তেল সহ বিভিন্ন সামগ্রী এলাকার দিনমজুর, কৃষক, শ্রমিক, জেলে, রিক্সা ও অটোরিকশা চালক সহ সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন ।

পণ্যসামগ্রী প্রদানকালে তিনি সাধারণ মানুষকে ঘরে থেকে এই মহামারী মোকাবেলার জন্য অনুরোধ করেন এবং জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলেন। এসময় তিনি তার মতো উপজেলার প্রত্যেক জনপ্রতিনিধিকে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা রঞ্জন বড়ুয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াছমিন, মেজবাহ উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা নুরুল আবছার প্রমুখ।

Logo-orginal