, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

লকডাউনে জেদ্দা, কারফিউও শুরু হবে বিকেল ৩ টা থেকে

প্রকাশ: ২০২০-০৩-২৯ ১৮:০৪:১২ || আপডেট: ২০২০-০৩-২৯ ১৮:১১:৩৮

Spread the love

রিয়াদঃ সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দায় শুরু হওয়া কারফিউ’র সময় পরিবর্তন করে বিকাল ৩ টা নির্ধারণ করা হয়েছে, যাহা পুর্বে সন্ধ্যা ৭ তা থেকে ছিল ।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

এইদিকে মক্কা মদীনা ও রিয়াদে একই সময়ে কারফিউ চালু হবে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ করোনার বিস্তার রোধে গত সপ্তাহে দেশটির ১৩ প্রদেশে কারফিউ জারি করেন । এবং এক প্রদেশ থেকে অন্য প্রদেশে না যাওয়ার জন্য নাগরিক ও প্রবাসীদের আহবান জানান ।

গতকাল শনিবার পর্যন্ত সৌদিতে করোনায় আক্রান্তের সংখ্যা মোট ১২০৩ জন, মারা গেছেন ৪ জন, সুস্থ হয়েছে ৩৭ জন, এবং নিয়মিত মামলা রয়েছে ১১৬২ টি ।

সূত্রঃ সৌদি গেজেট ।

Logo-orginal