, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

সৌদিআরবে আরো ৯৬ জন সনাক্ত, মোট সংখ্যা বেঁড়ে ১,২৯৯ জন

প্রকাশ: ২০২০-০৩-২৯ ১৯:৪২:৩৯ || আপডেট: ২০২০-০৩-২৯ ১৯:৪২:৩৯

Spread the love

রিয়াদ – সৌদি আরবে গত ২৪ ঘন্টার মধ্যে আরো ৯৬ জন সনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, নতুন সনাক্ত হওয়া ৯৬ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,২৯৯ জনে ।

রোববার (২৯ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র ডঃ মুহাম্মদ আল-আবদেল আলী নিয়মিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ।

মুখপাত্র জানিয়েছেন, বারো জন বর্তমানে গুরুতর অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন। তিনি আরও জানান, এই পর্যন্ত ৬৬ জন সুস্থ হয়েছেন।

রোববার ধরা পড়া ৯৬ টি নতুন মামলার মধ্যে ২৮ টি ভ্রমণের সাথে সম্পর্কিত এবং তাদের আগমনের পর কোয়ারানটেইন করা হয়েছিল, বাকি ৬৮ জন যাদের পূর্বে আক্রান্ত ব্যক্তিদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ ছিল।

নতুন সনাক্ত হওয়ার মধ্যে রিয়াদে ২৭, জেদ্দায় ১২, দাম্মামে ২৩, মক্কায় ৭ এবং মদিনায় ১৪ জন রয়েছে ।

আল-খোবারে ৮৪ ও ধাহরানে ২ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। আল-কাতিফ, রাস তানুরা, সাইহাত, হুফফ, তায়েফ, খামিস মুশায়াত এবং তাবুক, প্রতিটি শহরে একজন করে সনাক্ত হয়েছে ।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদিআরবে গতকাল পর্যন্ত মোট ৪ জন মারা গেছেন ।

Logo-orginal