jamil Ahamed
প্রকাশ: ২০২০-০৪-০৪ ১৯:৪৪:৩৯ || আপডেট: ২০২০-০৪-০৪ ১৯:৫৬:৪৯
দুবাই: সংযুক্ত আরব আমিরাত শনিবার আরও ২৪১ জন নতুন করোনভাইরাসে সনাক্ত হয়েছে মারা গিয়েছে একজন, দেশটিতে মোট রোগির সংখ্যা ১৫০৫ জন, মারা গেছে মোট ১০ জন ।
শনিবার ( ৪ এপ্রিল ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং-এ বিষয়টি নিশ্চিত করেন, মুখপাত্র ডঃ ফরিদা আল হোসানি ।
তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে একদিনে বিদেশীসহ সর্বোচ্চ সংখ্যক রোগী সনাক্ত হল ।
সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতের আনুষ্ঠানিক মুখপাত্র ডঃ ফরিদা আল হোসানি জানান, সংযুক্ত আরব আমিরাত আরও একটি মৃত্যুর ঘটনা ঘটেছে, যা দেশে মৃত্যুর সংখ্যা ১০ জনে উন্নীত করেছে।
সংযুক্ত আরব আমিরাতে আরও ১ জন সুস্থ হয়েছে, মোট সুস্থ হওয়ার সংখ্যা ১২৫ জন ।
আল হোসানি বলেন, সংযুক্ত আরব আমিরাত পরীক্ষার ক্ষেত্র প্রসারণ ও আরও বেশি লোকের পরীক্ষা করার কারণে সনাক্ত হওয়া মামলার সংখ্যা ক্রমবর্ধমান বাড়তে পারে ,তাই নাগরিক ও প্রবাসীদের উচিৎ যথাযত নির্দেশনা মানা ও মাস্ক পড়ে থাক ।
ডাঃ ফরিদা নতুন সনাক্ত হওয়া ও মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি ।