, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

আমিরাবাদে ‘দশে মিলে করি কাজ’`র পক্ষে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ: ২০২০-০৪-১০ ০০:২৫:১৪ || আপডেট: ২০২০-০৪-১০ ০০:২৫:১৪

Spread the love

আলাউদ্দিন, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান হাজির পাড়ায় ‘দশে মিলে করি কাজ’ সামাজিক সংগঠনের উদ্যোগে এলাকার খেটে খাওয়া দিনমজুর ৩০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিরতণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম. সাইফুল্লাহ চৌধুরী, মো. আবদুল বাকী চৌধুরী, মো. জাহাঙ্গির চৌধুরী, সাবেক ছাত্রনেতা মো. রাশেদ হোছাইন, মো. সেলিম উদ্দিন, আবু বকর ছিদ্দিক (রুবেল), মো. হাসান চৌধুরী, মো. মহসিন চৌধুরী, আরিফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো. শাহেদ ও মোকতাদির হোসেন মুহিন প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের এই সংকটময় মুহুর্তে এলাকার কিছু যুবক একত্রিত হয় খেটে খাওয়া দিনমজুর পরিবারের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদেরকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। ইতোপূর্বেও এলাকার খেটে খাওয়া দিনমজুর ৩৭ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান তারা

Logo-orginal