, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

করোনাভাইরাস” কুয়েতের মাছের মার্কেট বন্ধ ঘোষণা”

প্রকাশ: ২০২০-০৪-০৫ ২২:৩২:৫৪ || আপডেট: ২০২০-০৪-০৫ ২২:৩২:৫৪

Spread the love

কুয়েত পৌরসভার মহাপরিচালক আহমদ আল-মানফৌহি করোনভাইরাস (কোভিড -১৯) মহামারী রোধে মাছের বাজার বন্ধ ঘোষণা করেছে ।

আজ রোববার (৫ এপ্রিল) বিকেলে এই সিদ্ধান্ত জানান, কুয়েত পৌরসভার মহাপরিচালক ।

তিনি জানান, গবাদি পশু এবং ভেড়া বাজার জনসাধারণের জন্য বন্ধ করে দেও্য়া হবে ।

তিনি কুনাকে বলেন, মাছের পাইকারি বিক্রি সমবায় সমিতি, সুপারমার্কেট, রেস্তোঁরা, হোটেল এবং খুচরা বিক্রেতাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

তিনি বলেন, “পশু বাজার শধু মাত্র সমবায় সমিতি, সুপারমার্কেট, কসাইয়ের দোকান, রেস্তোঁরা ও হোটেলগুলিতে মাংস বিক্রি করবে।

মিঃ আল-মানফৌহি আরও জানান, খাদ্য ও পুষ্টির জন্য সরকারী এবং উপযুক্ত কর্তৃপক্ষকে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য অবহিত করা হয়েছে । আল-মানফৌহি আরও জানান।

সূত্রঃ কুনা ।

Logo-orginal