, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কাবাহ ও মসজিদে নবীতে এতেকাফও স্থগিত ঘোষনা

প্রকাশ: ২০২০-০৪-২১ ১৮:২৭:৪৮ || আপডেট: ২০২০-০৪-২১ ১৮:২৮:৪১

Spread the love

মক্কাঃ আসন্ন রমজান মাসে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদীনায় মসজিদে নবীতে ইতিকাফ (একমাত্র মসজিদে ইবাদত ও ধ্যানের উদ্দেশ্যে থাকার রীতি) স্থগিত করা হয়েছে।

গতকাল সোমবার তার টুইটার অ্যাকাউন্টে দুটি পবিত্র মসজিদের বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এটি ঘোষণা করে্ন।

বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করার জন্য সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ।

পবিত্র দুই হারাম শরীফের প্রধান শাঈখ আবদুল রহমান আল-সুদাইস এক টুইট বার্তায় জানান, করোনাভাইরাস থেকে স্বাস্থ্য রক্ষার জন্য পবিত্র রোজার মাসে দৈনিক ফরজ নামাজ, তারাবীহ বিশেষ নামাজ এবং ইফতারের খাবার স্থগিত করা হয়েছে ।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দু’টি পবিত্র মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবীহ নামাজ কেবল ইমাম, কর্মকর্তা, নিরাপত্তা কর্মী, পরিছন্ন কর্মীদের দ্বারা আদায় করা হবে।

তারাবীহ সালাত ১০ রাকাতে সংক্ষিপ্ত করা হবে ।

শাঈখ আল-সুদাইস আরও বলেন, মহামারীর অবসান ঘটাতে আল্লাহ সুবহান তায়ালার নিকট দোয়া করা হবে ।

সুত্রঃ সৌদি গেজেট ।

Logo-orginal