, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতের মাহাবুল্লাহ ও জিলিবে ব্যাপক নিরপত্তা বেষ্টনী” বিনা কারণে বাইরে যাবেন না”

প্রকাশ: ২০২০-০৪-০২ ০৯:১৯:০৭ || আপডেট: ২০২০-০৪-০২ ০৯:১৯:০৭

Spread the love

করোনার বিস্তার রোধে কুয়েতের প্রবাসী শ্রমিক অধ্যুষিত এলাকা জিলিব ও মাহাবুল্লাহকে ব্যাপক নিরপত্তা বেষ্টনীতে ঢেকে রেখেছে দেশটি নিরাপত্তা বাহিনী ।

এলাকা দুটির বাহির ও প্রবেশ পথে বিশেষ বাহিনীর চেক পয়েন্ট বসানো হয়েছে বলে খবর দিয়েছে আরবী দৈনিক আল কাবাস ।

বুধবার সন্ধ্যায় আলা কাবাসে প্রকাশিত রিপোর্টে আরো জানাযায়, সমস্ত প্রবেশ ও বাহির হওয়ার পয়েন্টগুলি চেক পয়েন্ট সহ সুরক্ষিত করা হচ্ছে যাতে প্রবাসীরা কোন বৈধ কারণ ছাড়াই সকালে বাহিরে না যায় ।

ইতিমধ্যে মাহবুউলা এবং জিলিবে কয়েকটি বিল্ডিংকে পৃথক করা হয়েছে পরে এ অঞ্চলে বাস করা এশীয়দের করোন ভাইরাস সংক্রমণের অনেক নতুন ঘটনা জানা গেছে।

সরকার বলেছে যে নতুন মামলার সংখ্যা কমে না এলে এবং সামাজিক দূরত্ব অনুশীলন না করা হলে তারা পুরো কারফিউ বাস্তবায়নে দ্বিধা করবে না।

Logo-orginal