, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

জিলিবের সকল প্রবেশ পথ বন্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশ: ২০২০-০৪-০৬ ১৯:২৭:২৬ || আপডেট: ২০২০-০৪-০৬ ১৯:২৭:২৬

Spread the love

(ছবি, আল রাই থেকে সংগৃহীত )
কুয়েতের হাছাবিয়ার সব প্রবেশ পথ কংক্রিটের বাধ দিয়ে বন্ধ করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আজ সোমবার সকাল থেকে দেশটির গণপুর্ত মন্ত্রণালয়ের সহযোগিতায় জিলিবে প্রবেশ এবং বাহির হওয়ার পথ বন্ধ করা হয়েছে ।

আরবী দৈনিক আল রাইয়ে দুপুর ২.২৬ মিনিটে প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

কুয়েতে করোনাভাইরাস বিস্তার রোধে প্রবাসীদের চলাচল সীমিত ও তাদের ঘরে আবদ্ধ রাখতে এই ব্যবস্থা গ্রহণ করেছে কতৃপক্ষ ।

কুয়েতে করোনাভাইরাসে বিদেশী নাগরিকের সংখ্যা বেঁড়ে যাওয়ায়, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রবাসী অধ্যুষিত এলাকা গুলি পুরোপুরি বন্ধ বা তাদের ঘরে রাখার চেষ্ঠা ও প্রচারণা চালিয়ে যাচ্ছে ।

এইদিকে গতরাতে জিলিব, মাহাবুল্লাহ ও ফারওয়ানিয়ায় ২৪ ঘণ্টা কারফিউ জারি কথা প্রচার হওয়ায় বেশ বিভ্রান্তিতে থাকে বাংলাদেশীসহ বিদেশীরা, যদি ২৪ ঘণ্টা কারফিউ’র বিষয়ে এখনো অফিসিয়াল সিদ্ধান্ত জানা যায়নি ।

জিলিবের হাছাবিয়া ও আব্এবাসিয়ায় প্রচুর সংখ্যক বাংলাদেশীসহ বিদেশী নাগরিক বসবাস করে, তবে যাদের ডিউটিতে যেতে হবে, তারা ডিউটিতে যেতে পারবে বলে জানিয়েছে কতৃপক্ষ ।

সকল বাংলাদেশীদের প্রতি আমাদের অনুরোধ, ঘরে থাকুন-সুস্থ থাকুন, নিজে ভাল থাকুন-কুয়েতকে ভাল রাখুন ।

#শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ।

Logo-orginal