, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

জিলিবে পুলিশের রুটি দেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

প্রকাশ: ২০২০-০৪-১০ ১৮:০৮:০৫ || আপডেট: ২০২০-০৪-১০ ১৮:০৮:০৬

Spread the love
 

কুয়েতের জিলিব আল সুকে তালাবদ্ধ বা লকডাউনে থাকা বাংলাদেশীসহ বিভিন্ন দেশের নাগরিককে পুলিশের সাহায্যে দেওয়ার একটি ছবি ভাইরাল হয়েছে ।

আজ শুক্রবার (১০ এপ্রিল) সোশ্যাল মিডিয়া জুড়ে প্রসংশায় ভাসতে থাকা কুয়েতি পুলিশের ছবিতে দেখা যায়, দেখা যায় একজন বাংলাদেশীকে এক পেকেট রুটি দিতে ।

কুয়েতে ৬ নং হাইওয়ে সড়কের পাশে হাছাবিয়ায় প্রচুর এশিয়ান নাগরিকের বসবাস, যাদের অধিকাংশই বাংলদেশী বলে আরটিএমকে নিশ্চিত করেন, আব্দুল হামিদ কোম্পানির একজন সুপারভাইজার ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে একজন পুলিশ রুটি বিলি করে মেইন রোড থেকে কাঁটা তারের অপর পাশে থাকা একজন বাংলাদেশীকে ।

করোনাভাইরাস বিস্তার রোধে কারফিউ চলমান থাকা কুয়েতে জিলিব ও মাহবুল্লায় পুর্ণ লকডাউন ঘোষণা করা হয় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে ।

গতকাল দেশটির সামাজিক বিষয়ক এবং অর্থনৈতিক বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল-আকিল নিশ্চিত করেছেন, স্বরাষ্ট্র, অর্থ ও স্বাস্থ্য মন্ত্রকের সাথে সমন্বয় করে লকডাউনে থাক বাসিন্দাদের প্রতিদিন খাবারের ঝুড়ি সরবরাহ করা হবে।


Logo-orginal