, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

প্রবাসী দরিদ্র পরিবারগুলোকে ত্রাণের আওতায় নেওয়ার দাবি

প্রকাশ: ২০২০-০৪-০৯ ২১:০২:০৩ || আপডেট: ২০২০-০৪-০৯ ২১:০২:০৩

Spread the love

বাংলাদেশে থাকা প্রবাসী শ্রমিকদের দরিদ্র পরিবারগুলোকে ত্রাণের আওতায় নেওয়ার দাবি জানিয়েছে প্রবাসী ক্লাব। ইউনিয়ন পর্যায়ে ২০টি প্রবাসীর পরিবারকে সরকারি ত্রাণের জন্য অন্তর্ভুক্তের দাবি জানানো হয়।

এক বিবৃতিতে সংগঠনের নেতাকর্মীরা বলেন, প্রবাসীদের পরিবারগুলো রেমিট্যান্সের ওপর নির্ভরশীল। করোনার কারণে পৃথিবীর কোথাও শ্রমিকরা কাজে যেতে পারছে না। তাই দেশে টাকা পাঠাতেও পারছে না। এসব রেমিট্যান্সযোদ্ধারা আজ চরম ঝুঁকিতে দিন কাটাচ্ছে।

তারা বলেন, প্রবাসীদের মধ্যবিত্ত পরিবারগুলো কঠিন সংকটের মধ্যে রয়েছে। তাদেরকে করোনা মোকাবিলায় সহজ শর্তে তিন লাখ টাকা ব্যাংক ঋণ দিতে দাবি জানায় প্রবাসী ক্লাব।

ইতালি, স্পেন, সৌদি আরব, মালয়েশিয়াসহ অন্যান্য দেশে যেসব প্রবাসী শ্রমিক এবং ছাত্র খাদ্য সংকটে আছে, তাদেরকে দূতাবাসের মাধ্যমে আর্থিক সহায়তা দিতে দাবি জানানো হয়। তারা বলেন, স্থানীয়ভাবে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও ব্যক্তি প্রবাসী শ্রমিক এবং ছাত্রদের ত্রাণ দিলেও তা খুবই অপ্রতুল।

যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ডা. নিয়াজ খান, সৌদি আরব প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হাসিব প্রামাণিক, অস্ট্রেলিয়া প্রবাসী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী খোন্দকার সালেক, পর্তুগাল প্রবাসী কমিউনিটি নেতা রানা তসলিম উদ্দীন, ফোবানার সাবেক সদস্য সচিব এম মাওলা দিলু, প্রবাসী ক্লাবের লিড কো-অর্ডিনেটর ওমর আলী বিবৃতিতে এসব জানান।

উল্লেখ্য, তিন বছর আগে প্রতিষ্ঠিত সোশ্যাল মিডিয়া ভিত্তিক প্রবাসীদের শীর্ষ সংগঠন প্রবাসী ক্লাবে বিশ্বের ৪৩টি দেশে এবং ১০০টি শহরে সদস্য রয়েছে। সুত্রঃ জাগো নিউজ ।

Logo-orginal