, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ব্রেকিং- জিলিব আর মাহবুল্লায় পুর্ণ লকডাউন ঘোষণা

প্রকাশ: ২০২০-০৪-০৬ ২৩:২০:১০ || আপডেট: ২০২০-০৪-০৭ ২২:০৭:৪৪

Spread the love

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় করোনাভাইরাস বিস্তার রোধে জিলিব আল সুক ও মাহাবুল্লায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে ।

কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানিয়েছে আজ থেকে এই আদেশ কার্যকর হচ্ছে । দুই সপ্তাহের জন্য এই লকডাউন করা হয়েছে জানিয়েছে স্বরাষ্ট্র ও উপপ্রধান মন্ত্রী সালেহ আল আনাস ।

আজ সোমবার রাতে সরকারে মুখপাত্র মিঃ তারেক আল মুজরিম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে মন্ত্রী পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে ।

কুয়েতের মাহবুল্লাহ ও জিলিবে হাজার হাজার প্রবাসী রয়েছে যাদের অধিকাংশই বাংলাদেশী, ইন্ডিয়ান ও মিশরি ।

করোনা বিস্তার রোধে কুয়েত সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এই দুই এলাকায় ফুল কারফিউ ঘোষণা করা হয়েছে ।

স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ বলেছেন, আদেশটি তাৎক্ষণিক ভাবে কার্যকর হয়ে এলাকা দুটি তালাবন্ধ ঘোষণা করা হল ।
গত সপ্তাহ থেকে ব্যাপক হারে বিদেশী নাগরিক তথা ইন্ডিয়ান বাংলাদেশী পাকিস্তানি মিশরি নেপালীসহ বিভিন্ন দেশের নাগরিক করোনাভাইরাস দ্বারা চিহ্নিত হলে কুয়েত সরকার উদ্ধিগ্ন হয়ে এলাকাভিত্তিক কারফিউয়ের পরিকল্পনা করে, যার কারণে ১ম দফায় জিলিব ও মাহবুল্লাহকে লকডাউনে নেওয়া হয়েছে ।

এই অঞ্চলগুলিতে এমন অনেকগুলি বিল্ডিং রয়েছে যা পৃথক অবস্থার অধীনে রয়েছে এবং যদি এই অঞ্চলে যানবাহন চলাচলে বাধা না দেওয়া হয় তবে অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে, বলে যোগ করেন মন্ত্রী ।

Logo-orginal