, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

রমজানে গিভ অ্যা হ্যান্ড’র মাধ্যমে মধ্যবিত্তেরপাশে আসছে বারিশ

প্রকাশ: ২০২০-০৪-১৫ ২৩:৫৫:০২ || আপডেট: ২০২০-০৪-১৫ ২৩:৫৫:০৪

Spread the love

রাকিবউদ্দিন, বিনোদন ডেস্কঃ চলতি সময়ের ব্যস্ত উপস্থাপিকা বারিশ হক। তিনি সমাজসেবামূলক সংগঠন ‘গিভ অ্যা হ্যান্ড’র মাধ্যমে আসছে রমজানে মধ্যবিত্তের বাসায় ইফতারের প্রয়োজনীয় সামগ্রী উপহার দেবেন। বিশেষ করে যারা সাহায্য চাইতে ইচ্ছুক নন তাদের বাসায় পৌঁছে যাবে বারিশের উপহার।

করোনাভাইরাস প্রকোপে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ মানুষের কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছেন সুন্দরী বারিশ। বারিশ বলেন, আমি ঈদের জামা ও বাজারের জন্য বরাদ্দকৃত টাকা ডোনেশান হিসেবে দিচ্ছি এই সংগঠনে। আপাতত আমার বাসার পার্শ্ববর্তী এলাকায় এ সহযোগিতা দেব।

পরবর্তীতে ঢাকার অন্য এলাকায়ও এমন সহযোগিতার ইচ্ছে আছে। তিনি আরও বলেন, আমি মানুষের কষ্ট দেখেছি। তাই ঈদের আনন্দ করার মানসিকতা নেই। পহেলা বৈশাখেও আনন্দ করিনি। আমাকে এসব আনন্দ টানে না। প্রসঙ্গত, কিছুদিন আগে বারিশ নৃত্যশিল্পীদের সহায়তা করেছেন খাদ্যসামগ্রী প্রদানের মাধ্যমে।

এর আগে একাধিকবার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বারিশ ও তার সংগঠন ‘গিভ অ্যা হ্যান্ড’।

Logo-orginal