, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

সৌদিতে নতুন ১৪৭ জন সনাক্ত, মৃতের সংখ্যা ৩৫, লকডাউন চলছে সব শহরে

প্রকাশ: ২০২০-০৪-০৭ ১৯:০৭:৩৩ || আপডেট: ২০২০-০৪-০৭ ১৯:০৭:৩৩

Spread the love

আজ সকালে সৌদি আরবে ১৪৭ টি নতুন করোনভাইরাস মামলার রেকর্ড করা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে তথ্যটি জানা গেছে। মোট আক্রান্তের সংখ্যা ২৭৫২ জন ।

দেশটিতে মৃতের সংখ্যা বেঁড়ে ৩৫ দাড়িয়েছে, সুস্থ হয়েছেন ৫৫১ জন ।

মারাত্মক ভাইরাসের বিস্তার কমিয়ে আনার প্রয়াসে, সৌদি আরব সোমবার থেকে রিয়াদ, তাবুক, দাম্মাম, ধাহরান এবং হাফুফ শহরগুলিতে এবং জেদ্দা, তাইফ, কাতিফ এবং খোবার রাজ্যগুলিতে ২৪ ঘন্টা কারফিউ এবং লকডাউন চলছে ।

সৌদি প্রেস এজেন্সি ও স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্রের বরাত দিয়ে সৌদি গেজেটে প্রকাশিত সংবাদে আরো জানাযায়,
যারা একামাহীন বা অবৈধ অভিবাসী তাদের ফ্রিতে করোনার চিকিৎসা দেওয়া হবে ।

Logo-orginal