, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

সৌদিতে মারা গেছে ৪ জন, বাংলাদেশীসহ ১৪০ জন সনাক্ত, সংখ্যা বেঁড়ে মোট ২১৭৯ জন

প্রকাশ: ২০২০-০৪-০৪ ২২:২৩:৩০ || আপডেট: ২০২০-০৪-০৪ ২২:৫৯:৫৯

Spread the love

রিয়াদ: সৌদি আরব গত ২৪ ঘন্টার মধ্যে ১৪০ টি নতুন করোনাভাইরাস এবং ৪ জনের ভাইরাসজনিত মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বিকেলে এই ঘোষণা দিয়েছে ।

সৌদি আরবের মোট মামলার সংখ্যা এখন ২,১৭৯ জন, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯, স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র ড। মুহাম্মদ আল-আবদেল আলী এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ।

মুখপাত্র জানিয়েছেন, সংক্রামিত ১৪০ জনের মধ্যে মধ্যে রিয়াদে ৬৬, জেদ্দায় ২১, হুফোফে ১৫ এবং মক্কার ৯ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রনালয় আল-কাতিফে পাঁচটি এবং তাবুকের মধ্যে আরও পাঁচটি, তায়েফের চারটি, মদীনায় দাম্মাম, ধাহরান ও আল-খোবারে দুটি এবং আবাহা, জাজান, খামিস মুশায়াত, বুড়াইদাহ, জুবাইল, আল-তে একটি করে নতুন মামলা রেকর্ড করেছে।

মুখপাত্র আরো জানিয়েছে, করোনাভাইরাস থেকে মোট ৪২০ জন সুস্থ হয়ে উঠেছে,আজকের ৪ জনসহ মোট মৃতের সংখ্যা ২৯ জন । সৌদি প্রেস এজেন্সি ।

এইদিকে মক্কায় বাংলদেশি সনাক্ত হয়েছে বলে আরটিএমকে নিশ্চিত করেছে চট্টগ্রামের বেক প্রবাসী, তবে সংখ্যা জানাতে পারেনি ।

Logo-orginal