, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

jamil Ahamed jamil Ahamed

সৌদিতে বিনা মূল্যে প্রবাসীদের তিন মাসের ইকামা লাগানো শুরু

প্রকাশ: ২০২০-০৪-০৪ ১৪:২৬:১৫ || আপডেট: ২০২০-০৪-০৪ ১৪:২৬:১৫

Spread the love

রিয়াদ – পাসপোর্ট অধিদপ্তর (জওয়াজাত) সমস্ত প্রবাসীদের বিনা মূল্যে তিন মাসের জন্য রেসিডেন্সি পারমিট (ইকামা) নবায়ন শুরু করেছে, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বিষয়টি নিশ্চিত করেছে ।

সিদ্ধান্তটি বেসরকারী খাতে করোন ভাইরাস মহামারীর প্রভাব সহজ করতে বাদশাহ সাল্মান বিন আব্দুল আজিজ এই নির্দেশ দেন ।

ইমিগ্রেশান অফিসার জানান, এই সিদ্ধান্তের মধ্যে বাইরের সমস্ত প্রবাসী, যারা বাণিজ্যিক ও শিল্প পেশায় বেসরকারী খাতে কাজ করবেন তাদের অন্তর্ভুক্ত করা হবে।

“বিনামূল্যে ইকামার পুনর্নবীকরণ সুযোগ কেবল তাদের জন্য করা হবে যাদের ইকামার মেয়াদ ১৮ মার্চ থেকে ৩০ জুন এর মধ্যে রয়েছে”।

ইমিগ্রেশান অফিসার আরো জানান,ইকামার আইডি বাহকরা স্বরাষ্ট্র মন্ত্রক ই-সার্ভিস প্ল্যাটফর্ম “আবছার” বা “মুকিম” ই-বন্দরের মাধ্যমে প্রবেশ করিয়ে একামা নবায়ন করিতে পারিবে । সরাসরি জাওজাত অফিসে আসা দরকার নেই ।

সূত্রঃ সৌদি গেজেট ।

Logo-orginal