, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

করোনায় সৌদিতে মারা গেলেন রাঙ্গুনিয়ার নেজামুল

প্রকাশ: ২০২০-০৫-২২ ১৬:১০:০১ || আপডেট: ২০২০-০৫-২২ ১৬:১০:০৩

Spread the love

সৌদি আরবে মরনঘাতি করোনায় প্রাণ গেলো চট্টগ্রামের নেজামুল হক নামে আরেক প্রবাসী বাংলাদেশীর ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

নেজামুল হকের পিতা মরহুম হাজী আব্দুল সালাম। তার গ্রামের বাড়ি হাজীপাড়া, ইমাম বাড়ি, রাংগুনিয়া।

স্বজনরা জানান , নেজামুল হক কয়েকদিন আগে জ্বর এবং সামান্য কাশী অনুভব করলে স্থানীয়দের পরামর্শে করোনা চেকাপ করান। চেকাপের পরে তার শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। করোনা চিকিৎসার জন্য তিনি রিয়াদের রাবিয়া হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । মৃত্যু কালে তার বয়স ছিল ৪৪ বছর ।

এদিকে সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যু হয়েছে ৩৫১, যার মধ্যে ১৪০ জনই বাংলাদেশী প্রবাসী। করোনায় সৌদি আরবে ১৪০ জন বাংলাদেশীর মৃত্যু সংবাদ রিয়াদ দূতাবাস নিশ্চিত করেছে। সৌদি আরবে সর্বমোট করোণাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৫ হাজার ৭৭ জন । এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩৬ হাজার ৪০ জন ।
সুত্রঃ ডাকঘর২৪ডটকম ।

Logo-orginal