, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

বাদশাহর অনুমোদন নিয়ে মক্কা ও মদিনার মসজিদে যেভাবে ঈদের নামাজ আদায় করা হবে

প্রকাশ: ২০২০-০৫-২৩ ১৬:৪৭:৩১ || আপডেট: ২০২০-০৫-২৩ ১৬:৫০:০৩

Spread the love

সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ ও নবীর মসজিদ বিষয়ক প্রধান শাঈখ আবদুল রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস বলেছেন, রাজা সালমান বিন আব্দুলাজিজের অনুমোদন নিয়ে দুই হারাম শরীফে ঈদের নামাজ আদায় করা হবে ।

ঈদের নামাজে বাহিরের কোন মুস্ললী থাকবেনা, শুধু মাত্র হারাম শরীফের ইমাম, মুয়াজ্জিন ও দায়িত্বরতরা নামজে শরীক হবেন ।

রাশিয়ান নিউজ চ্যানেল “রাশিয়া টুডে” এর সাথে এক সাক্ষাৎকারে এই কথা বলেন শাঈখ আবদুল রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস ।
শাইখ সুদাইস আশা প্রকাশ করেছেন, শীগ্রই মহামারী করোনা ভাইরাস বিদায় নেবে ইনশাআল্লাহ ।

এর অংশ হিসাবে,সৌদির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় এক আদেশে বলেছে ঈদের দিন ফজরের নামাজের পর থেকে লাউড স্পিকারে ঈদুল ফিতরের তাকবীর পড়ার জন্য ।

Logo-orginal