, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

ইরানের নৌবাহিনী নিজেদের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫ জন

প্রকাশ: ২০২০-০৫-১১ ১৪:৪৯:১০ || আপডেট: ২০২০-০৫-১১ ১৪:৫৪:০৬

Spread the love

ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে দুর্ঘটনাক্রমে আরেক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ওই জাহাজ ডুবে গেছে এবং ‘অন্তত ১৯ জনের প্রাণহানি’ ঘটেছে।

নিখোঁজ রয়েছে আরো ১৫ জন ।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা ও টি আর টি এই তথ্য জানিয়েছে। তবে ঠিক কত জন নিহত হয়েছেন তা নিশ্চিত করা যায়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, রবিবার ওমান উপসাগরে, তেহরান থেকে প্রায় ১২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জাস্ক বন্দরের কাছে নৌ মহড়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রিগেট জামারান একটি নতুন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছিল, এসময় তা কোনারাক জাহাজে আঘাত হানে।

এছাড়া বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনায় কয়েক ডজন নাবিক নিহত হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই দুর্ঘটনায় আহত নাবিকদের হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই ঘটনাকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে জানিয়েছে, এতে একজন নাবিক নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন।

Logo-orginal