, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে করোনায় মারা গেছে বাংলাদেশীসহ ৯ জন, নতুন শনাক্ত ৯৫৫ জন

প্রকাশ: ২০২০-০৫-২২ ১৭:২৩:৩৬ || আপডেট: ২০২০-০৫-২২ ১৭:৩১:২৭

Spread the love

কুয়েতে করোনায় মারা গেছে বাংলাদেশীসহ ৯ জন, নতুন শনাক্ত হয়েছে কুয়েতি, বাংলাদেশী, মিশরি ও ভারতীয়সহ ৯৫৫ জন ।

মোট আক্রন্তের সংখ্যা ১৯,৫৬৪ জন ।

আজকের ৩১০ জনসহ মোট সুস্থ হওয়ার সংখ্য ৫,৫১৫ জন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ জুমাবার (২২ মে) নিয়মিত সংবাদ ব্রিফিং এ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ আবদুল্লাহ সানাদ এই তথ্য নিশ্চিত করা হয় ।

আব্দুল বাসেত নামের একজন বাংলাদেশী প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে গতকাল বিকেলে ফারওয়ানিয়া হাসপাতালে মারা গেছেন। মরহুমের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার দৌলতপুরে । তিনি কুয়েতে সোমালি ওয়ারিছ কোম্পানিতে চাকুরী করতেন । বিষয়টি আরটিএমকে নিশ্চিত করেছে চট্টগ্রামের শাহাদাত হোসেন।

তিনি জানান, কুয়েতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯ জন, নতুন শনাক্ত হয়েছে ৩১৯ ইন্ডিয়ান ও ১১১ বাংলাদেশীসহ ৯৫৫ জন ।

মন্ত্রণালয় জানান, মোট আক্রান্তের সংখ্যা ১৯,৫৬৪ জন। মোট মৃতের সংখ্যা ১৩৮ জন ।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ৩১৯ ভারতীয়, ১৯৬ মিশরি, ১৩৯ কুয়েতি, ১১১ বাংলাদেশী ও বাকীরা বিভিন্ন দেশের নাগরিক ।

সবচেয়ে বেশী শনাক্ত হয়েছে ফারওয়ানিয়ায় ১১৯ জন, জিলিবে ৭৭ জন, সালমিয়ায় ৬৬ জন, খাইতান ৬৭ জন, বাকীরা বিভিন্ন এলাকায় বসবাসরত ।

আইসিউতে চিকিৎসাধীন আছে ১৮০ জন, নিয়মিত চিকিৎসাধীন আছে ১৩,৯১১ জন ।

কুয়েতে টেস্ট করা হয়েছে মোট ২৬৪,৯৫৯ জনকে ।

Logo-orginal