, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে কারফিউ’র সময়ে জরুরী সহায়তার অনুমতি যেভাবে নিবেন

প্রকাশ: ২০২০-০৫-১৮ ১৩:১৭:২৫ || আপডেট: ২০২০-০৫-১৮ ১৩:১৭:২৭

Spread the love

করোনার বিস্তার রোধে কুয়েতে চলছে পুর্ন কারফিউ, যাহা শুরু হয়েছে গত ১০ মে থেকে, কারফিউ চলাকালীন সময়ে খাদ্য সামগ্রী ক্রয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ।

অন্য কোন জরুরী সহায়তার জন্যও অনুমতি নিতে হয়, যেমন হাসপাতালে যাওয়া, কোরারেন্টিন থেকে বাসায় ফেরা এসব ক্ষেত্রে আপনি কি করবেন ?

এই বিষয়ে আরবী দৈনিক আল কাবাসে নিরাপত্তা বিভাগের সুত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে, যদি কোন প্রয়োজনে সরকারী ওয়েবসাইটে ভিজিট করে অনুমতি নিতে পারছেন বা সাইটটি ব্যস্ত অথবা গাড়ীর অভাবে হাসপাতালে যেতে পারছেন না, অথবা আপনার গাড়ীর ব্যবহার করে কাউকে আনতে হবে ?

সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুমের ১১২ নাম্বারে ফোন বা এসএমএস করে অনুমতি নিতে পারবেন, আপনার অনুমতির একটি বারকোড আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে, বিভিন্ন চেক পয়ন্টে বারকোডটি দেখিয়ে আপনার কাজ সমাধা করতে পারেন ।

সুত্রঃ আল কাবাস (আংশিক অনুবাদ)

Logo-orginal