, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে মারা গেছে ৭ জন ও ৮৭ বাংলাদেশীসহ ৮৫১ জন শনাক্ত

প্রকাশ: ২০২০-০৫-৩১ ১৫:৫৯:৪৭ || আপডেট: ২০২০-০৫-৩১ ১৬:১১:২৯

Spread the love

কুয়েতে করোনায় মারা গেছে বাংলাদেশীসহ ৭ জন, নতুন শনাক্ত হয়েছে কুয়েতি, বাংলাদেশী, মিশরি ও ভারতীয়সহ ৮৫১ জন ।

মোট আক্রন্তের সংখ্যা ২৭,০৪৩ জন ।

আজকের ১২৩০ জনসহ মোট সুস্থ হওয়ার সংখ্যা ১১,৩৮৬ জন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ রোববার (৩১ মে) নিয়মিত সংবাদ ব্রিফিং এ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ আবদুল্লাহ সানাদ এই তথ্য নিশ্চিত করা হয় ।

তিনি জানান, কুয়েতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭ জন, নতুন শনাক্ত হয়েছে ২৭৯ কুয়েতি, ১৬৫ ইন্ডিয়া্ন, ১২৯ মিশরি ও ৮৭ বাংলাদেশীসহ ৮৫১ জন ।

ফারওয়ানিয়ায় জেলায় ২৭৯, আহমদি ২১৪, জাহারা ১৩৯, হাওয়ালী ১১৭ ও আল আসমা জেলায় ১০২ জন শনাক্ত হয়েছে।

জিলিবে ৮৪, ফারওয়ানিয়ায় ৫৯, আবদালীতে ৫৩, খাইতান ৪৫, জন, বাকীরা বিভিন্ন এলাকার।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৫,৪৪৫ জন। আইসিউতে আছেন ২০০ জন।

মোট মৃতের সংখ্যা ২১২ জন। টেস্ট করা হয়েছে মোট ২৯৩,৩৬২ জনকে ।

Logo-orginal