, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে মিশরিদের ফের বিক্ষোভ, আটক ৩

প্রকাশ: ২০২০-০৫-১৩ ১২:৫০:০৯ || আপডেট: ২০২০-০৫-১৩ ১২:৫০:১১

Spread the love

কুয়েতের ফারওয়ানিয়ার একটি নির্বাসন কেন্দ্রে আবারো বিক্ষোভ করেছে মিশরের নাগরিকরা, তাদের নিয়ন্ত্রণ করতে গিয়ে হামলার শিকার হয়েছে একজন পুলিশ অফিসার ।

মঙ্গলবার রাতে এই বিক্ষোভের ঘটনা বলে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেল নিশ্চিত করে ।

সুত্রে প্রকাশ, সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে যাওয়ার অপেক্ষামান বেশ কিছু সংখ্যক মিশরি নাগরিককে ফারওনিয়ার একটি স্কুলে রাখা হয়, গতরাতে হঠাত করে দেশে যাওয়ার দাবীতে বিক্ষোভ দেখাতে থাকে এইসব অবৈধ প্রবাসীরা ।

নির্বাসন কেন্দ্রের নিরপত্তার দায়িত্বে থাকা পুলিশ বিক্ষোভকারীদের আওয়াজ বা চিৎকার না করতে নিষেধ করলে, তারা উল্টো হামলা করে পুলিশের উপর, পরে ব্যাপক সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ত্রণ করে এবং ৩ বিক্ষোভকারীকে আটক করে ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস রিলিজে বলা হয়েছে, পরিস্থিতি পুর্ন নিয়ন্ত্রণে, মন্ত্রণালয় অনুরোধ করেছে সাবাইকে আইন মানা ও সরকারী সুত্রে সঠিক নিউজের উপর নির্ভর থাকার জন্য ।

প্রসঙ্গত, গত কিছু দিন আগে একই ধরণের বিক্ষোভ দেখিয়েছিল সাধারণ ক্ষমায় দেশে যেতে অপেক্ষামান অবৈধ মিশরি নাগরিকরা ।
সুত্রঃ এমওআই ।

Logo-orginal