, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

চট্টগ্রামে ৪৭৫ নমুনায় ৭৫ জনের পজিটিভ

প্রকাশ: ২০২০-০৫-১৭ ০০:০৯:৪৫ || আপডেট: ২০২০-০৫-১৭ ০০:০৯:৪৯

Spread the love

চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, সিভাসু এবং চমেকে ৪৯৫ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ৭৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া পুরনো ৪ রোগীর আবারও করোনা পজিটিভ এসেছে।

শনিবার রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, আজ শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের দেহে করোনা পাওয়া গেছে। এর মধ্যে তিনজন পুরনো রোগী। চমেকে শনাক্তদের মধ্যে ৩৫ জন নগরের ও ৩ জন বিভিন্ন উপজেলার।

এদিকে বিআইটিআইডিতে ২২১ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে ২৮ জনের। এর মধ্যে ১৯ জন চট্টগ্রাম নগরের, ৪ জন হাটহাজারীর, ২ জন সীতাকুণ্ডের ও ৩ জন পটিয়ার বাসিন্দা।

অন্যদিকে সিভাসুর ল্যাবে শুক্রবার ১০০টি নমুনা পরীক্ষা করে মিরসরাইয়ের ১ জনের পজিটিভ পাওয়া গেছে; তিনি পুরনো রোগী। আজ শনিবার সিভাসুতে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের পজিটিভ পাওয়া গেছে। ১২ জনই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯ টি নমুনা পরীক্ষা করা হলেও সবই নেগেটিভ পাওয়া গেছে। সুত্রঃ সিটিজি টাইমস।

Logo-orginal