, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

পবিএ ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল দেশবাসীর প্রতি-হাজী জসীম উদ্দীন

প্রকাশ: ২০২০-০৫-২৩ ০৬:৪২:১৩ || আপডেট: ২০২০-০৫-২৩ ০৬:৪২:১৪

Spread the love

দৈনিক দেশবার্তা পরিবার এবং আমার পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দৈনিক দেশবার্তা র অগণিত লেখক লেখিকা পাঠক-পাঠিকা,সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা বিশ্বব্যাপী প্রতিনিধিগণ ও দেশ ও প্রবাসের অসংখ্য শুভানুধ্যায়ীসহ সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ এক মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর উদযাপনের মধ্য দিয়ে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও আনন্দ। প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের অপার বার্তা নিয়ে৷ তবে এবারের ঈদ আমাদের কাছে এসেছে ধৈর্য সংযত মহান আল্লাহর নেয়ামক হিসেবে এবং আমাদের মাঝে এসেছে অপার সম্ভাবনার বার্তা নিয়ে ঈদ-উল-ফিতর সকল মনের কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে মুসলিম উম্মার মধ্যে ঐক্য সহানুভূতি সহনশীলতার আবির্ভাব রচনায়। ইতিহাসের এক চরম ক্রান্তিকালে ঈদ উদযাপনে আমাদের ভ্রাতৃত্ববোধের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি। নতুন সূর্য উদয়ের পথে আমরা সবাই অপেক্ষমান মহান প্রভুর প্রতি নিজেদের আত্মসমর্পণ করে তাকওয়া অর্জনের মাধ্যমে মানুষের মনের সকল হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে এই ঈদ অনাবিল আনন্দ, সুখ, শান্তি সম্প্রীতির বারতা বয়ে আনুক আমরা এক অনন্য নতুন পৃথিবী কে পাবো মানবতার নৈসর্গিক সৌন্দর্য এই প্রত্যাশা ব্যক্ত করি।

দেশের প্রত্যন্ত অঞ্চলের হত দরিদ্র দুঃস্থ, সমাজ সংস্কৃতির পরিবর্তনশীল পৃথিবী থেকে অনেক দূরে যাদের অবস্থান সেইসব সঙ্গতিহীন মানুষের প্রতি ও আমার ঈদের শুভেচ্ছা রইল। অবস্থাসম্পন্ন বিত্তবান মানুষদের সার্বিক সহযোগিতায় এইসব নিগৃহীত মানুষরা ঈদের আনন্দকে অবলোকন করার সুযোগ সৃষ্টি করতে হবে সকলের প্রতি আহ্বান এভাবে আমরা নিজেদের মাঝে ঈদের আনন্দকে ভাগাভাগি করি আসুন আমরা এবারে ঈদুল ফিতর গৃহে উদযাপন করি আল্লাহ যেন আমাদের কে বৈশ্বিক মহামারী করোনা থেকে সেফা দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামীন যেন আমাদের সবাই কে হেফাজত রাখেন।সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা ‘ ঈদ মোবারক’৷ ঈদের খুশি আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুন।

জসিম উদ্দিন
প্রকাশক দৈনিক দেশবার্তা,
এমভি টিভি অনলাইন,
যুগ্ন আহবায়ক,
সৌদি আরব অনলাইন সাংবাদিক ফোরাম।

Logo-orginal