, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

পুর্ণ লকডাউনে নীরব নিস্তব্ধতায় কুয়েত

প্রকাশ: ২০২০-০৫-১২ ১২:২৫:৩১ || আপডেট: ২০২০-০৫-১২ ১২:২৫:৩২

Spread the love

করোনাভাইরাস প্রাদুর্ভাব বিস্তার রোধে কুয়েতে গতকাল সোমবার ছিল পুর্ণ লকডাউনের ১ম দিন, দেশটিতে বসবাসরত নাগরিক বা প্রবাসীদের দেখা যায়নি রাস্তায়, পুরো দেশ জুড়ে চলছে নীরব নিস্তব্ধতা ।

জানযটে টাসা থাকা রাস্তাগুলি ফাঁকা, আবাসিক এলাকায় বাসিন্দাদের তুলনায় খালি শহরগুলির মতো হয়ে ওঠে .. সুতরাং বিস্তৃত এই নিষেধাজ্ঞার বাস্তবায়নের ফলে কুয়েতে দেখা গেছে নীরবতার এক অপরূপ দৃশ্য।

নিরপত্তা বাহিনী ও জরুরী কাজে ব্যবহারিত গাড়ী ছাড়া পুরো রাস্তা ছিল ফাঁকা ।

অথচ এর একদিন আগেও কেনাকাটার ভিড়ের দৃশ্যটি ছিল ভয়াবহ, সে দৃশ্য এখন অদৃশ্য,কুয়েতের নাগরিক এবং প্রবাসীরা সারাদিন ঘরে বসে থাকতে হয়, তবে দু’ঘন্টার হাঁটা সময় মন্ত্রিসভা আবাসিক অঞ্চলে অনুমতি দিয়েছে । বিকাল ৪টা থেকে ৬.৩০ মিনিট পর্যন্ত ।

তবে সে সময়ে হাটাহাটি করতে গিয়ে যেভাবে পাবলিক সমাগম ও পার্কে আড্ডার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতেই সে সময় টুকু বাতিলের দাবি উঠেছে ।

সমালোচনায় মুখুর সবাই, বিশিষ্ট ডাক্তাররা পরামর্শ দিয়েছে শারীরিক ব্যায়াম বা হাটাহাটির সময় বাতিল করার ।

প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাবে পর বিশ্বে কুয়েত একমাত্র দেশ, যে দেশ জুড়ে পুর্ণ লকডাউন চলছে ।

সুত্রঃ আল কাবাস ।

Logo-orginal