, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

ফারওয়ানিয়া খাইতানের প্রবেশ পথে ন্যাশনাল গার্ড

প্রকাশ: ২০২০-০৫-২৯ ০৬:৫৪:১২ || আপডেট: ২০২০-০৫-২৯ ০৬:৫৪:১৩

Spread the love

লকডাউনে যুক্ত হওয়া ফারওয়ানিয়া ও খাইতানের প্রবেশ পথে থাকবে ন্যাশনাল গার্ড ও পুলিশ।

শুক্রবার (২৯ মে) ভোর রাতে আরব টাইমসে প্রকাশিত সংবাদে আরো জানা যায়, কুয়েত সেনা ন্যাশনাল গার্ড ও পুলিশের সমন্বয়ে এলাকাটি মনিটরিং করা হবে।

গতকাল কুয়েত সরকার ৩১ মে থেকে ৩ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে ফারওয়ানিয়া খাইতান ও হাওয়ালীতে।

জিলিব ও মাহবুল্লায় লকডাউন শুরু হয়েছে বিগত দেড় মাস ধরে।

সুত্রে প্রকাশ লকডাউনে থাকা এরিয়ার লোকজন সকাল ৬ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত ঐ এলাকায় চলাচল করিতে পারিবে।

লকডাউন এলাকায় গ্যাস ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরকার সরবরাহ করিবে জানিয়েছে মন্ত্রী পরিষদ মুখপাত্র তারিক আল মুজরিম।

Logo-orginal