, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

বিটিভির ডিজি ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

প্রকাশ: ২০২০-০৫-০৪ ১৬:৩৩:৩৩ || আপডেট: ২০২০-০৫-০৪ ১৬:৩৩:৫০

Spread the love

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এমএম হারুন অর রশীদ ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। হারুন অর রশীদ জানান, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি।

শুক্রবার আইইডিসিআর থেকে লোক এসে তাদের দুজনের নমুনা সংগ্রহ করে। পরে শনিবার রাতে আইইডিসিআর হারুন অর রশীদ ও তার স্ত্রীর দেহে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয় বলে নিশ্চিত করা হয়। তিনি আরও জানান, রোববার আইইডিসিআর থেকে লোক এসে তার মেয়ের নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। সোমবার তার রিপোর্ট আসবে।

এদিকে বিটিভির এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, মহাপরিচালক হারুন অর রশীদ করোনায় আক্রান্ত হয়েছেন এমন সংবাদের পর পর তার সংস্পর্শে আসা বিটিভির কয়েকজন কর্মীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরনো অনুষ্ঠান চালানো হতে পারে। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে বিটিভির বেশিরভাগ কর্মী বাসা থেকে কাজ করছেন বলে জানান ওই কর্মকর্তা।

উৎসঃ মানবজমিন ।       

Logo-orginal