, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

বেশীর ভাগ লোক স্বাস্থ্য বিধি মানছে নাঃ মেজর জেনারেল ফারাজ

প্রকাশ: ২০২০-০৫-১৭ ২০:৪১:৩৮ || আপডেট: ২০২০-০৫-১৭ ২০:৪১:৪০

Spread the love

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মেজর জেনারেল ফারাজ আল জাবি বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত স্বাস্থ্য বিধি মেনে চলুন ।

তিনি বলেন, প্রতিদিন শারীরিক ব্যায়ামের জন্য উম্মুখ সময় বিকেল ৪.৩০ থেকে ৬.৩০ পর্যন্ত, এই সময়ে হাটাহাটি, জগিং এর সময় বেশীর ভাগ লোক স্বাস্থ্য বিধি মানছে না ।

আজ রোববার (১৭ মে) আরব টাইমসে প্রকাশিত সংবাদে আরো জানাযায়, শারীরিক দুরত্ব না মেনে এবং হাটার সময় পাশাপাশি কথা বলা স্বাস্থ্য বিধির মারাত্নক লঙ্ঘন ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধ পরিকর বলে জানান মেজর জেনারেল ফারাজ আল জাবি ।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামীতে জিলিব, খাইতান, মাহবুল্লাহ ও বিনিদ আল গরে বিধি নিষেধ কড়াকড়ি করা হতে পারে ।

প্রবাসীদের ব্রেড, খাদ্য সামগ্রী ও গ্যাস ক্রয়ে গাড়ী ব্যবহার করতে পারবে না বলে জানান তিনি ।

Logo-orginal