, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

মধ্যপ্রাচ্যে ৩০ দিনে রমজান মাস, কাল ঈদ হবার সম্ভাবনা নেই

প্রকাশ: ২০২০-০৫-২২ ১৯:৩৪:০৭ || আপডেট: ২০২০-০৫-২২ ১৯:৩৬:৩৬

Spread the love

চলমান রমজান মাস ৩০ দিনের হতে পারে বলে ধারণা করছে সৌদি আরবের মাজমাহ অবজার্ভেটরি। আজ ২২ মে, ২৯ রমজান রাতে শাওয়াল মাসের পবিত্র চাঁদ দেখা যাবার সম্ভাবনা নেই বলে জানিয়েছে অবজারভেটরি।

আজ ২৯ রমজান রাতে সৌদি আরবে শাওয়াল মাসের পবিত্র চাঁদ দেখা যাবে না বলে জানাচ্ছে রিয়াদের মাজমাহ ইউনিভার্সিটি এর অবজার্ভেটরি। গানিতিক হিসেব নিকেশও দাবী করছে আজ রাতে চাঁদ দেখা যাবে না, ফলে এই রমজান মাস ৩০ দিনের হবে।

অবজার্ভেটরি জানায়, হিসেব মোতাবেক আজ ২৯ রমজান, শুক্রবারে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে, এবং আগামীকাল ৩০ রমজান, শনিবার, ২৩ মে তে সূর্যাস্ত হবে ৬টা বেজে ৪০ মিনিটে। আগামীকাল ৩০ রমজান রাতে সূর্য অস্ত যাবার ৪৩ মিনিট পরে শাওয়াল মাসের চাঁদ আকাশে দেখা যাবে।

সৌদি আরবের আল-কাশিম ইউনিভার্সিটির আবহাওয়ার প্রফেসর ডঃ আবদুল্লাহ আল মোসনাদ জানান, আগামী ৩০ রমজান শনিবারে মক্কায় সূর্যাস্ত হবার ৪৩ মিনিট পরেই শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে, ফলে আগামী রবিবার, ২৪ মে তে সৌদি আরবে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। সুত্রঃ ডাকঘর২৪ডটকম।

Logo-orginal