, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

রবিবার খুলছে মদিনার মসজিদে নববী (সঃ)

প্রকাশ: ২০২০-০৫-৩০ ১৭:৪৩:৫৪ || আপডেট: ২০২০-০৫-৩০ ১৭:৪৩:৫৬

Spread the love

আগামীকাল রবিবার খুলছে মদিনার মসজিদে নববী ! সৌদি আরবের দুই পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ কিং সালমানের অনুমোদনেই আগামীকাল (৩০ মে) খুলছে মদিনার পবিত্র মসজিদে নববী।

আগামীকাল রবিবার খুলছে মদিনার মসজিদে নববী !
দুই পবিত্র মসজিদের দেখাশোনা এবং রক্ষণাবেক্ষণে নিয়োজিত কমিটি যথাযথ সতর্কতা ও বিধিনিষেধ মেনেই মসজিদে নববী পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে।

আরোপড়ুন
আগামীকাল রবিবার স্যানিটাইজেশন নিশ্চিত হবার পর সৌদিতে খুলছে ৯০,০০০ মসজিদ !
ট্রাম্প বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আর সম্পর্ক নয়!
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ৬০ লক্ষের বেশী!

তবে মসজিদের পূর্ণ ধারণ ক্ষমতার কেবল ৪০% মানুষ সেখানে নামাজ আদায় করতে পারবেন।

আগামীকাল রবিবার ( ৩০ মে) সুবহে সাদিকের সময় থেকে ফজরের নামাজের মাধ্যমে মসজিদে নববী পুনরায় চালু হবে।

নামাজ আদায়ের জন্য রাখা সকল কার্পেট মসজিদের বাহিরের আঙ্গিনা থেকে শরীয়ে নেওয়া হবে।

এছাড়াও আগামীকাল মক্কা নগরী ব্যাতিত সমগ্র সৌদি আরবে ছোট বড় মিলিয়ে ৯০,০০০ মসজিদ খুলে যাচ্ছে। তবে খোলার আগে অবশ্যই মসজিদগুলির পরিপূর্ণ স্যানিটাইজেশন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে সৌদি ইসলামী মন্ত্রণালয়।

সকল মসজিদে শুধু মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত যারা আছেন শুধু তাদের জন্যই নয়, নামাজ পড়তে আসা সকল মুসুল্লিদের জন্যও কিছু নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

যেমন মসজিদে আগমনের পুর্বে অবশ্যই হাত খুব ভালভাবে সাবান বা স্যানিটাইজার দিয়ে পরিস্কার করে মসজিদে আসতে হবে। বয়স্ক ও অসুস্থদের মসজিদে আসার বদলে বাসাতেই নামাজ পড়তে বলা হয়েছে। বয়স্ক ও অসুস্থরা ঘরে বসে অর্থ সহকারে কুরআন শরীফ পড়তে পারেন।
সুত্রঃ ডাকঘর২৪ডটকম।

Logo-orginal