, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

লোহাগাড়ার মা-মনি হাসপাতালের ৫ কর্মচারীসহ ৬ জনের দেহে করোনা শনাক্ত

প্রকাশ: ২০২০-০৫-১৭ ২২:৪২:১০ || আপডেট: ২০২০-০৫-১৭ ২২:৪২:১১

Spread the love

লোহাগাড়ায় নতুন করে এক হাসপাতালের ৫ কর্মচারীসহ ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন।

১৭ মে (রবিবার ) বিকালে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে রিপোর্টে তাদের দেহে করোনা পজেটিভ আসে।

সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সিটিজি টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ। এদের মধ্যে লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের ৫ কর্মচারীর মধ্যে রয়েছে।

তারা হলেন, হাসপাতালের ম্যানেজার মাহমুদুল হক প্রকাশ বাবু। তার বয়স ৫৫। বাড়ী আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়া এলাকায় । টেকনেশিয়ান জাহেদ। তার বাড়ী কুষ্টিয়া জেলায়। বয়স ৩০। সে ভাড়াটিয়া বাসায় থাকে।

সুপারভাইজার নজরুল ইসলাম তার বয়স ২৮। তার বাড়ী পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় । বাকী ২জন মহিলা।তারা লোহাগাড়া সদর ইউনিয়নের জোনাবীর পাড়ায় ভাড়াটিয়া বাসায় থাকেন।

আপর একজন হলেন, লোহাগাড়া মা-মনি হাসপাতালের রিসিপসন দায়িত্বর মহিলা হাছিনা বেগম। তার বয়স ৩২। বাড়ী পদুয়া মেহের মুন্সি পাড়া এলাকায়।

ডাঃ মোহাম্মদ হানিফ সিটিজি টাইমসকে বলেন, ১৩ মে ২৬ জনের নমুনা পাঠানো হয়। ২৬জনের মধ্য ৬ জনের আজ করোনা পজেটিভ আসে।

তবে আক্রান্ত রোগীদের তেমন উপসর্গ না থাকায় তারা হোম আইসোলেশনে থাকবেন। এ নিয়ে লোহাগাড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৩৩ জন, এদের মধ্যে হাছির পাড়ার এক ব্যবসায়ীর মৃত্যু হয় ।

সুত্রঃ সিটিজি টাইমস।

Logo-orginal