, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

৩০ মে’র পর কুয়েতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে” আশাবাদ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ২০২০-০৫-১৫ ০৭:১২:১২ || আপডেট: ২০২০-০৫-১৫ ০৭:১৬:২৮

Spread the love

আগামী ৩০ মে এর পর ধীরে ধীরে কুয়েতে করোনা পরিস্থিতির উন্নতি হবে, এবং কুয়েত স্বাভাবিক হয়ে উঠবে। এমন আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ খালেদ আল সাবাহ।

বৃহস্পতিবার রাতে ইংরেজি দৈনিক আরব টাইমসে প্রকাশিত সংবাদে আরো জানা যায়, পুর্ণ লকডাউনের গুরুত্বের বিষয়টি নাগরিক ও প্রবাসীরা বুঝতে পারায় তাদের ধন্যবাদ জানিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ।

কুয়েতের করোনা পরিস্থিতি বিষয়ক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শেখ বাসেল আল সাবাহ ও উর্ধতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

বৈঠক শেষে কুয়েতের প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য নির্দেশিকাগুলির মাধ্যমে ৩০ মে পরে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা করছি ইনশাআল্লাহ।

তিনি নাগরিক ও প্রবাসীদের সকল নির্দেশনা মেনে চলার আহবান জানান।

Logo-orginal