, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

করোনায় মারা গেলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর স্ত্রী

প্রকাশ: ২০২০-০৬-২৯ ১০:৩০:২৩ || আপডেট: ২০২০-০৬-২৯ ১০:৩০:২৫

Spread the love

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু মারা গেছেন। সোমবার সকাল পৌনে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সি এমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

বাদ আসর গাজীপুর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

করোনা ভাইরাসে (কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। সুত্রঃ ইত্তেফাক।

Logo-orginal