, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Mohammad Juniad Mohammad Juniad

সাতকানিয়ার মেয়ে মনীষা বড়ুয়া চৈতীর এমবিবিএস ডিগ্রী অর্জন।

প্রকাশ: ২০২০-০৬-২৯ ১৪:৪৫:১৬ || আপডেট: ২০২০-০৬-৩০ ০০:২৮:৩৮

Spread the love

সাতকানিয়ার মেয়ে মনীষা বড়ুয়া চৈতীর এমবিবিএস ডিগ্রী অর্জন।

সাতকানিয়া উপজেলার শীলঘাটার গ্রামের মেয়ে মনিষা বড়ুয়া চৈতী চায়না থ্রি গর্জেস মেডিকেল কলেজ থেকে সফলতার সাথে এমবিবিএস ডিগ্রি লাভ করেছে।

মনিষা বড়ুয়া চৈতী ৫ম ও ৮ম শ্রেনীতে সরকারি বৃত্তি লাভ করেন এবং ২০১২ সালে ডা.খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৪ সালে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচ এস সি পাস করে।

এরপর সে সম্প্রতি চীনের হুবেই প্রদেশের ইছাং শহরে অবস্থিত চায়না থ্রি গর্জেস মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করে। মনিষা বড়ুয়া বাংলাদেশ টেলিভিশন ও বেতারের একজন তালিকাভুক্ত সংগীত শিল্পী।

এছাড়া সে চায়না থ্রি গর্জেস মেডিক্যাল কলেজে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফলতার সাথে পুরস্কৃত হয়। মনিষা বড়ুয়ার বাবা বাংলাদেশের পুলিশ বাহিনীর অফিসার রণজিত কুমার বড়ুয়া এবং মা শেলী বড়ুয়া।

Logo-orginal