, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

সৌদিতে নতুন ৩৯৪৩ জন শনাক্ত, বাংলাদেশীসহ মারা গেছে ৪৮ জন, সুস্থ ২৩৬৩ জন

প্রকাশ: ২০২০-০৬-২৯ ১৮:৫৬:১২ || আপডেট: ২০২০-০৬-২৯ ১৯:০৫:৪৫

Spread the love

প্রাণঘাতী করোনায় সৌদিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ৩৯৪৩ জন ও মারা গেছে বাংলাদেশীসহ ৪৮ জন ।

মোট আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৮৬ হাজার ৪৩৬ জন ।

আজ সুস্থ হয়েছে ২৩৬৩ জন, মোট সুস্থের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১১৮ জন, আইসিউতে আছেন ২২৮৫ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৫৭,৭১৯ জন ।

স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৯৯ জনে ।

মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়নি । তবে বেশীর ভাগই বিদেশী নাগরিক বলে জানা গাছে । যাদের মধ্যে বাংলাদেশীও রয়েছে ।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রিয়াদে ৩৬৩, জেদ্দায় ২১২, মদীনায় ১৬৯, মক্কায় ২৬৩, হুফুফ ৪৩৩, দাম্মাম ৩৫৭, আল বুকিরা ৩৩, আল মোজআহামিয়া ২০, জোবাইল ৫৭, তাবুক ২৫, খোবার ১০৩, তায়েফ ২০৮, কাতিফ ২১৯,দাহরান ৭৬, বিসাহ ৩১, বুরাইদা ৫৯, মাহাইল আছির ৬১, খামিছ মুশহিত ১৩৪, উনিজাহ ৪০, সাফওয়া ৪৯, হাইল ৫৭, হাফরা বাতেন ৮৬, নাজরান ৩৯, আল মুবাররজ ১৯৬, ইয়ানবো ২০, আবাহা ১৬৬, ও্যাদি আল দোয়াসির ২৩ জন এবং বাকী মামলা গুলি দেশটির বিভিন্ন প্রদেশে শনাক্ত হয়েছে ।

Logo-orginal