, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

সৌদিতে নতুন ৪৩৮৭ জন শনাক্ত, বাংলাদেশীসহ মারা গেছে ৫০ জন, সুস্থ ৩৬৪৮ জন

প্রকাশ: ২০২০-০৬-৩০ ১৯:০৩:১৫ || আপডেট: ২০২০-০৬-৩০ ১৯:১০:১৩

Spread the love

প্রাণঘাতী করোনায় সৌদিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ৪৩৮৭ জন ও মারা গেছে বাংলাদেশীসহ ৫০ জন ।

মোট আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৯০ হাজার ৮২৩ জন ।

আজ সুস্থ হয়েছে ৩৬৪৮ জন, মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৭৬৬ জন, আইসিউতে আছেন ২২৭৮ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৫৪,৪০৮ জন ।

স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৪৯ জনে ।

মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়নি । তবে বেশীর ভাগই বিদেশী নাগরিক বলে জানা গাছে । যাদের মধ্যে বাংলাদেশীও রয়েছে ।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রিয়াদে ৩৪২, জেদ্দায় ১৬৭, মদীনায় ১৩২, মক্কায় ২৮৭, হুফুফ ৯৮০, দাম্মাম ৩০৮, আল বুকিরা ১৪, আল মোজআহামিয়া ২৫, জোবাইল ২৪, তাবুক ২৬, খোবার ৯৪, তায়েফ ২২৯, কাতিফ ৮৭,দাহরান ৫০, বিসাহ ২১, বুরাইদা ৬৪, মাহাইল আছির ৩৮, খামিছ মুশহিত ১৩২, উনিজাহ ২৯, সাফওয়া ৩২, হাইল ৭০, হাফরা বাতেন ২৫, নাজরান ৮৮, আল মুবাররজ ৩২৩, ইয়ানবো ২০, আবাহা ১৪৪, ও্যাদি আল দোয়াসির ১২ জন এবং বাকী মামলা গুলি দেশটির বিভিন্ন প্রদেশে শনাক্ত হয়েছে ।

Logo-orginal