, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন করোনায় আক্রান্ত

প্রকাশ: ২০২০-০৬-২২ ২১:৫৩:২৩ || আপডেট: ২০২০-০৬-২২ ২১:৫৩:২৫

Spread the love

আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বেশ কয়েকটি নিউজ পোর্টাল আমিনুল ইসলামের বরাত দিয়ে সংবাদের নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, আমি নমুনা দিয়েছিলাম, আজকে দুপুরে জানানো হয়েছে আমার পজেটিভ। আমি সুস্থ আছি, ভালো আছি। আমার তেমন কোনো উপসর্গ নাই।

তিনি জানান, স্ত্রী ও দুই সন্তানের নমুনা আজকে সংগ্রহ করা হয়েছে। দুই দিন পরে রেজাল্ট দেয়া হবে।
দ্রুত আরোগ্যলাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমিনুল ইসলাম।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রথমের করোনা শনাক্ত হলেও পরে নেগেটিভ হয়। কিন্তু তারপরও তিনি কয়েকদিন কোমায় থেকে মারা গেছেন।

এরপর উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মকবুল হোসেন ও কার্য নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান করোনায় মারা গেছেন।

উপদেষ্টা পরিষদের আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখন সুস্থ হয়েছেন।

Logo-orginal