, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

এমওআই’র অনুমতি থাকলে মাহবুউলা ছেড়ে যেতে পারবে

প্রকাশ: ২০২০-০৬-০২ ২২:৫০:৫৯ || আপডেট: ২০২০-০৬-০২ ২২:৫১:০০

Spread the love

কুয়েতে দ্বিতীয় ধাপে পুর্ণ ল্কডাউনে থাকা মাহবুল্লা থেকে বাহির ও প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে, মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় ।

মঙ্গলবার সন্ধ্যায় আরব টাইমসে প্রকাশিত সংবাদে বলা হয়, লকডাউনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, মাহবুউলায় বসবাসকারী লোকদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা প্রদত্ত পারমিট থাকলে তারা এই অঞ্চল ছেড়ে চলে পারবে ।

মাহবুউলার চৌকিগুলিতে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা বৈধ অনুমতি যাদের থাকবে, তাদের এলাকা ছেড়ে যেতে দেওয়া হবে ।

তবে বিশেষত যারা স্বাস্থ্য ও সুরক্ষা, খাদ্য এবং পানি সরবরাহকারীদের কোম্পানির কাজ করেন তাদের লোকেরা মাহবুউলা ছেড়ে যেতে পারে ।

চেকপয়েন্টে নিরাপত্তা বাহিনী মাহবুউলা এলাকা থেকে শ্রম পাচার রোধে বিশেষত পরিবহন যানবাহন, মোবাইল রেফ্রিজারেটর ভ্যান ও বাসে তল্লাশি জোরদার করেছে, কারণ গতকাল ঐ এরিয়া থেকে বেশকিছু প্রবাসী গোপনে পালানোর সময় আটক করা হয় ।

Logo-orginal