, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

কুয়েতে পুনরায় খুলছে মসজিদ সমূহ

প্রকাশ: ২০২০-০৬-০৭ ২১:৩১:৩৬ || আপডেট: ২০২০-০৬-০৭ ২১:৩১:৩৯

Spread the love

কুয়েতে করোনা মহামারিতে বন্ধ হওয়া মসজিদ সমূহ খুলে দেওয়া হবে আগামী বুধবার, তবে ১ম ধাপে কিছু আবাসিক এরিয়ার মসজিদ খুলে দেওয়া হবে ।

আজ রোববার দুপুরে কুয়েতের আওকাফ মন্ত্রণালয়ের সুত্রে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা’য় বিষয়টি নিশ্চিত করা হয় ।

এক প্রেস বিবৃতিতে আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রী ডাঃ ফাহাদ আল-আফাসী বলেছেন যে, ১০ জুন বুধবার দুপুরের নামাজের মধ্য দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের আদায়ের জন্য আবাসিক এলাকায় মসজিদ খুলে দেওয়া হবে ।

তবে মন্ত্রী বলেছেন, ১ম ধাপে শুধু মাত্র কম জনবহুল অঞ্চলের মসজিদে নামাজ আদায়ের ব্যবস্থা করা হচ্ছে ।
তিনি অবশ্য উল্লেখ করেছেন যে, সাপ্তাহিক জুমাবাবে খুতবা ও নামাজ কেবল কুয়েত সিটির গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হবে এবং সরকারী কুয়েত টিভিতে প্রচার হবে।

মন্ত্রী বলেন, কেবলমাত্র মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও কর্মীরা এই নামাজে অংশ নিতে দেওয়া হবে।

মন্ত্রী আল-আফাসি বলেন, মন্ত্রণালয় মসজিদ সমূহে পুনরায় চালু করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ভাইরাসের বিস্তার রোধে রাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষের দ্বারা বর্ণিত সকল প্রতিরোধমূলক ও সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলবে ।

Logo-orginal