, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

দেশের বিভিন্ন হাসপাতালের জন্য ভেন্টিলেটর ও হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা দিলেন এস আলম

প্রকাশ: ২০২০-০৬-০২ ১৯:১৫:৩১ || আপডেট: ২০২০-০৬-০২ ১৯:১৫:৩৪

Spread the love

দেশের বিভিন্ন হাসপাতালের জন্য ভেন্টিলেটর ও হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা দিলেন এস আলম গ্রুপের কর্ন্ধার সাইফুল ইসলাম মাসুদ ।

আজ মঙ্গলবার (২ জুন) চট্টগ্রামে করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়া ও রোগীর মৃত্যুর হার বেড়ে যাওয়ার কারনে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারন সম্পাদক ডা: মো:ফয়সল ইকবাল চৌধুরী ও ডা: মুজিব এস.আলম গ্রুপের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সম্মানীত পি. এস জনাব আকিজ উদ্দীন চৌধুরীর মাধ্যমে জনাব সাইফুল আলম (মাসুদ) সাহেবের কাছে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের জন্য চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবার জন্য অপ্রতুল আই ,সি ,ইউ বেড,ভেন্টিলেটর, ও হাই ফ্লো ন্যাসাল ক্যানুলার কথা উল্লেখ করে সরবরাহের জন্য আকুতি জানান ডা: মো:ফয়সল ইকবাল চৌধুরী।

আবেদনে সাড়া দিয়ে, বিএমএ এর চাহিদা মোতাবেক চট্টগ্রামের করোনা রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর জন্য ৪ টি ভেন্টিলেটর, ৪ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য ২ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য ২ টি ভেন্টিলেটর ও ২ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা প্রদানের সিদ্বান্ত নেন। এবং অদ্য তারিখ ০২/০৬/২০২০ই: দুপুর ১২.০০ ঘটিকায় স্ব-স্ব হাসপাতালকে বুঝিয়ে দেওয়া হয়।

আমেরিকার তৈরি ফিলিপস্ ব্যান্ডের ভেন্টিলেটর যার প্রতিটির মূল্য ২৭,৫০০০০/ টাকা এবং নিউজিল্যান্ডের তৈরী এয়ারবু হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা যার প্রতিটির মুল্য ১৫,০০০০০/ টাকা

তাছাড়া গতকাল ঢাকা মেডিকেলে একটা ভেন্টিলেটর ও মুগদা মেডিকেলে একটা ভেন্টিলেটর দেওয়া হয়েছে।

এর আগে চট্টগ্রাম বিএমএ এর সাধারন সম্পাদক ডা: মো: ফয়সল ইকবাল চৌধুরীর আহবানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তার জন্য ৫০০ টি পিপিই, চিকিৎসকদের ডিউটি রুমের জন্য ২ টি ২ টনা এসি, ২ টি নমুনা কালেশন বুথ, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোয়ারান্টাইন এ থাকা চিকিৎসকদের খাওয়ার জন্য নগদ ১ লক্ষ (১০০০০০) টাকা, ১ টি ২ টনা এসি, ২ টি নমুনা কালেকশন বুথ, বিআইটিআইডির চিকিৎসকদের ডিউটি রুমের জন্য ১ টি ২ টনা এসি, ২ টি নমুনা কালেকশন বুথ ও চট্টগ্রামের ১৪ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ৫০ টি করে ৭০০ পিপিই প্রদান করা হয়।

Logo-orginal