, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

লকডাউন উঠে যাবে, এমন সংবাদ পেতে প্রহর গুনছে জিলিব ও মাহবুল্লার প্রবাসীরা

প্রকাশ: ২০২০-০৬-১৫ ১০:৫৩:৪৭ || আপডেট: ২০২০-০৬-১৫ ১০:৫৩:৫০

Spread the love

কুয়েতে লকডাউনে থাকা জিলিব আর মাহবুল্লার প্রবাসীরা শুভ সংবাদের অপেক্ষায় আছে, তারা অধীর আকাঙ্খার বাণী “লকডাউন প্রত্যাহার” এমন খবরের অপেক্ষায়।

হাজার হাজার বিদেশী শ্রমিক অধ্যুষিত এলাকা জিলিব ও মাহবুল্লা। করোনা রোধে এই এলাকায় লকডাউন দেওয়া হয়ে প্রায় ৬৭ দিন আগে।

ইন্ডিয়া মিশর বাংলাদেশী ও সিরয়ান নাগরিকদের প্রসিদ্ধ আবাসস্থল জিলিব আল সুখ ও মাহবুল্লা।

লকডাউনে থাকা কর্মহীন হাজার কর্মী গ্রীষ্মের তাপ থেকে রক্ষা না করে থানার নিকটবর্তী কনোকারপাস গাছের ছায়ায় দাঁড়িয়ে আছেন।

আশা একটায় যদি কোন কাজ মিলে।

কাজে যেতে পারছেনা, বেতন নেই, টাকা পাঠাতে পারে না পরিবারের জন্য, করোনা ভাইরাস মহামারীর কারণে ব্যাচেলরদের এই অঞ্চলে দুঃখ এবং বেদনার সাথে জিলিব আর মাহবুল্লার অলি গলিতে গুলিতে দেখা মিলে তাদের।

প্রচুর বাংলাদেশী আরটিএমের নিকট জানতে চায়, লকডাউন তুলবে তো? এমন প্রশ্নের উত্তর দেওয়া কঠিন।
কারণ, কুয়েত সরকার করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত ঘোষণা করবে।

দীর্ঘদিন কাজ না থাকায় হতাশাগ্রস্ত মানুষগুলি বেকারত্বের তিক্ত বাস্তবতার মুখোমুখি, এই সংকটে তাদের আর কোনও সমাধান নেই, ধৈর্য ধরে এমন এক যুগান্তকারী প্রত্যাশার অপেক্ষায় আছে, যা তাদের নতুন জীবনে ফিরিয়ে নেবে।

আমরা আশাবাদী দ্রুত অবসান হবে করোনা মহামারি, সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাত্রা শুরু হবে কুয়েতে।

লেখকঃ আবুল কাশেম (প্রবাসী কলামিস্ট)

Logo-orginal