, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

সৌদিতে মারা গেছে বাংলাদেশীসহ ৩২ জন, নতুন ১৯৭৫ জন শনাক্ত

প্রকাশ: ২০২০-০৬-০৪ ১৯:২৯:০৬ || আপডেট: ২০২০-০৬-০৪ ১৯:২৯:০৯

Spread the love

প্রাণঘাতী করোনায় সৌদিতে আজও মারা গেছে বাংলাদেশীসহ ৩২ জন, নতুন শনাক্ত হয়েছে ১৯৭৫ জন,
মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৯৩,১৫৭ জন ।

আজ সুস্থ হয়েছে ৮০৬ জন, মোট সুস্থের সংখ্যা ৬৮,৯৬৫ জন, আইসিউতে আছেন ১৩৮১ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ২৩,৫৮১ জন ।

স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার পর্যন্ত আরো ৩২ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১১ জনে ।

মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়নি । তবে বেশীর ভাগই বিদেশী নাগরিক বলে জানা গাছে । যাদের মধ্যে বাংলাদেশী রয়েছে ।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রিয়াদে ৬৭৫, জেদ্দায় ২৫৯, মদীনায় ১২৪, মক্কায় ২৮৬, হুফুফ ১১২, দাম্মাম ৫৩, তায়েফ ৪২, জোবাইল ৩১, তাবুক ৩৬, খোবার ২৬, কাতিফ ৪৯, বাইশা ২১, ইয়ানবো ১৪, খামিছ মুশহিত ১৫, আবাহা ১১, হাইল ১৭, আফিফ ৫, সাজির ৪, বুরাইদা ৬ জন এবং বাকী মামলা গুলি দেশটির বিভিন্ন প্রদেশে শনাক্ত হয়েছে ।

সৌদিতে মোট টেস্ট করা হয়েছে ৮৫৩,৯৮৭ জনকে ।

Logo-orginal