, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

করোনায় দেশে আরো ৪৮ জনের মৃত্যু, শনাক্ত হয়েছে ২,৯৬৫ জন

প্রকাশ: ২০২০-০৭-৩০ ১৫:০১:৫০ || আপডেট: ২০২০-০৭-৩০ ১৫:০১:৫২

Spread the love

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৮৩ জন। এছাড়া একই সময়ে আরো দুই হাজার ৬৯৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ফলে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৫৬ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৪১ হাজার ২১৮ টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৮ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৩২ হাজার ৯৬০ জন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এ ভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ই মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ই মার্চ।

Logo-orginal