, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

Mohammad Juniad Mohammad Juniad

ঈদুল আযহার নামাজের জন্য ৪০১টি মসজিদ ও জুমার নামাযের জন্য ২০০টি মসজিদ খোলা হবে-ধর্ম-মন্ত্রণালয়

প্রকাশ: ২০২০-০৭-২৮ ১১:৫২:১১ || আপডেট: ২০২০-০৭-২৮ ১১:৫২:১৩

Spread the love

মোহাম্মদ জোনাইদ, কাতার প্রতিনিধিঃ-

আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় পবিএ ঈদুল আযহার নামাজের জন্য ৪০১ টি মসজিদের তালিকা প্রকাশ করেছে।
সেই সাথে সাপ্তাহিক জুমার নামাযের জন্য আরও ২০০টি মসজিদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
নাম,নাম্বার,মসজিদ ও নামাযের স্হানের তালিকা সোস্যাল মিডিয়ায় মন্ত্রণালয়ের
পেইজে পাওয়া যাবে।
আজ থেকে কার্যকর হতে যাওয়া কোভিড-১৯ নিষেধাজ্ঞা উওোলনের ৩য় পর্বে সাপ্তাহিক জুমার নামাযের জন্য ২০০টি মসজিদের তালিকা প্রকাশ করে।
সাপ্তাহিক জুমার নামাযের ৩০মিনিট পূর্বে মসজিদ গুলো খোলা হবে এবং জুমার নামাযের ১০মিনিট পরে বন্ধ হয়ে যাবে
সামাজিক দুরত্বে মসজিদে খুৎবা ও নামায আদায় হবে।
মহিলা ও শিশুদের জুমার নামাযের সময় প্রবেশে অনুমতি নেই।

মন্ত্রণালয় জানিয়েছে,আমরা নামাজিদের মসজিদ গুলোতে নামাযের জন্য সমস্ত প্রতিরোধ মূলক এবং সর্তকমূলক পদক্ষেপ কঠোর ভাবে মেনে চলার জন্য স্মরণ করিয়ে দিতে চাই।
মন্ত্রণালয় প্রবীণ নাগরিক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরে বসে
প্রার্থনার জন্য অনুরোধ করেছেন।

Logo-orginal