, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ৩ মাদক কারবারী নিহত

প্রকাশ: ২০২০-০৭-৩১ ১১:৪০:৩৫ || আপডেট: ২০২০-০৭-৩১ ১১:৪০:৩৭

Spread the love

জয়নাল আবেদীন: কক্সবাজারের চকরিয়ায় ইয়াবার একটি বড় চালান হাতবদলের সময় তিনজন অজ্ঞাত মাদক কারবারি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

শুক্রবার ভোররাত সাড়ে ৩টা থেকে থেমে প্রায় একঘণ্টা ধরে চলা পুলিশের সঙ্গে এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী দলের মধ্যে।

এসময় মাদক কারবারি ও সন্ত্রাসী দলের পক্ষে গুলি ছোড়া হয় অন্তত ৩০ রাউন্ড।

আর আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে ছোড়া হয় প্রায় ৫০ রাউন্ড গুলি।

এ সময় মুহুর্মুহু গুলির শব্দে ওই এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে।

পুলিশ জানায়, ইয়াবার বড় চালান হাতবদলের সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে মাদক কারবারি-সন্ত্রাসীরা গুলি ছোড়ে।

এসময় আহত হন চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান, হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম, কনষ্টেবল সাজ্জাদ হোসেন ও মো. সবুজ।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

Logo-orginal