, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

করোনায় সৌদিতে আক্রান্ত ৪১২৮ জন ও মারা গেছে বাংলাদেশীসহ ৫৬ জন, সুস্থ ২৬৪২ জন

প্রকাশ: ২০২০-০৭-০৪ ১৯:০৩:৩৮ || আপডেট: ২০২০-০৭-০৪ ১৯:০৩:৪১

Spread the love

প্রাণঘাতী করোনায় সৌদিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ৪১২৮ জন ও মারা গেছে বাংলাদেশীসহ ৫৬ জন ।

মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৯২৯ জন ।

আজ সুস্থ হয়েছে ২৬৪২ জন, মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ২৫৬ জন, আইসিউতে আছেন ২২৫৬ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৬০,৮১৫ জন ।

স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরো ৫৬ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৫৮ জনে ।

মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়নি । তবে বেশীর ভাগই বিদেশী নাগরিক বলে জানা গাছে । যাদের মধ্যে বাংলাদেশীও রয়েছে ।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রিয়াদে ৩৬০, জেদ্দায় ১৬৯, মদীনায় ১৪২, মক্কায় ২১২, হুফুফ ২১৭, দাম্মাম ৩১৫, আল বুকিরা ১৪, আল মোজআহামিয়া ৯, জোবাইল ৩২, তাবুক ৪৪, খোবার ১৫১, তায়েফ ২১৪, কাতিফ ২১৪,দাহরান ১৪০, সাজির ২১, বিসাহ ১০৪, বুরাইদা ৭১, মাহাইল আছির ৩, খামিছ মুশহিত ২০১, উনিজাহ ৩৯, সাফওয়া ৩২, হাইল ৪৩, হাফরা বাতেন ৬৭, নাজরান ৯০, আল মুবাররজ ১৭৫, ইয়ানবো ১১, আবাহা ১২৫, আল খারাজ ১০৭, ও্যাদি আল দোয়াসির ৪২ জন এবং বাকী মামলা গুলি দেশটির বিভিন্ন প্রদেশে শনাক্ত হয়েছে ।

Logo-orginal