, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

করোনায় সৌদিতে নতুন ৩০৩৬ জন শনাক্ত, সুস্থ ৩২১১ ও মারা গেছে বাংলাদেশীসহ ৪২ জন

প্রকাশ: ২০২০-০৭-০৮ ১৯:২১:৪২ || আপডেট: ২০২০-০৭-০৮ ১৯:২৯:১৬

Spread the love

প্রাণঘাতী করোনায় সৌদিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ৩০৩৬ জন ও মারা গেছে বাংলাদেশীসহ ৪২ জন ।

মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২০ হাজার ১৪৪ জন ।

আজ সুস্থ হয়েছে ৩২১১ জন, মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ০৫০ জন, আইসিউতে আছেন ২২৬৩ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৬০,০৩৫ জন ।

স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরো ৪২ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,০৫৯ জনে ।

মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়নি । তবে বেশীর ভাগই বিদেশী নাগরিক বলে জানা গাছে । যাদের মধ্যে বাংলাদেশীও রয়েছে ।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রিয়াদে ২৮৮, জেদ্দায় ২৪৩, মদীনায় ১১৭, মক্কায় ১৪২, হুফুফ ১৭১, দাম্মাম ১৩৩, আল বুকিরা ১৪, আল মোজআহামিয়া ২৪, তাবুক ২২, খোবার ২৪, তায়েফ ১৮৭, কাতিফ ৬৫, দাহরান ৪৭, বিসাহ ৩০, বুরাইদা ৩৪, মাহাইল আছির ৭৬, খামিছ মুশহিত ১৪১, উনিজাহ ৩৫, সাফওয়া ৪৩, হাইল ৬৬, হাফরা বাতেন ৪৬, নাজরান ৬৬, আল মুবাররজ ১২২, ইয়ানবো ৪২, আবাহা ৮৯, আল খারাজ ১৬, ও্যাদি আল দোয়াসির ৪৬ জন এবং বাকী মামলা গুলি দেশটির বিভিন্ন প্রদেশে শনাক্ত হয়েছে ।

Logo-orginal