, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

করোনায় সৌদিতে নতুন ৩১৮৩ জন শনাক্ত, সুস্থ ৩০৪৬ ও মারা গেছে বাংলাদেশীসহ ৪১ জন

প্রকাশ: ২০২০-০৭-০৯ ১৯:২৭:২০ || আপডেট: ২০২০-০৭-০৯ ১৯:৩২:৩০

Spread the love

প্রাণঘাতী করোনায় সৌদিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ৩১৮৩ জন ও মারা গেছে বাংলাদেশীসহ ৪১ জন ।

মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৩ হাজার ৩২৭ জন ।

আজ বৃহস্পতিবার সুস্থ হয়েছে ৩০৪৬ জন, মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ০৯৬ জন, আইসিউতে আছেন ২২৬৮ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৬০,১৩১ জন ।

স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরো ৪১ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,১০০ জনে ।

মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়নি । তবে বেশীর ভাগই বিদেশী নাগরিক বলে জানা গাছে । যাদের মধ্যে বাংলাদেশীও রয়েছে ।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রিয়াদে ৩৬৪, জেদ্দায় ২৪৬, মদীনায় ১২২, মক্কায় ৮৪, হুফুফ ১৯৬, দাম্মাম ২৪৭, আল বুকিরা ১৪, আল মোজআহামিয়া ২৪, জোবাইল ২৯, তাবুক ৩০, খোবার ৬৬, তায়েফ ১৮১, কাতিফ ১৮,দাহরান ৬৩, বিসাহ ৩৮, বুরাইদা ৭৬, মাহাইল আছির ৮৭, খামিছ মুশহিত ৯৬, উনিজাহ ১৪, সাফওয়া ৪৫, হাইল ৬৬, হাফরা বাতেন ৬৩, নাজরান ৭১, আল মুবাররজ ১৫২, ইয়ানবো ৪৯, আবাহা ৯৬, আল খারাজ ২৮, ও্যাদি আল দোয়াসির ২২ জন এবং বাকী মামলা গুলি দেশটির বিভিন্ন প্রদেশে শনাক্ত হয়েছে ।

Logo-orginal